ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

রাজধানীতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০১, ১৯ জুন ২০১৮ | আপডেট: ১১:২৭, ১৯ জুন ২০১৮

Ekushey Television Ltd.

রাজধানীর মিন্টো রোডে নিয়ন্ত্রণ হারিয়ে রিকশার সঙ্গে ধাক্কা লেগে রিংকু (৩৪) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন এক রিকশাচালক। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার ভোর রাত পৌনে চারটার দিকে এই দুর্ঘটনা ঘটে। রমনা থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহত রিংকুর বাসা রাজধানীর ওয়ারীতে। এক সন্তানের জনক রিংকু ওয়ারীতে মুদি দোকানের ব্যবসা করতেন। তিনি পরিবার নিয়ে সেখানেই থাকতেন।

এসআই মোশারফ হোসেন বলেন, মিন্টো রোড দিয়ে যাওয়ার সময় একটি রিকশার সঙ্গে ধাক্কা লেগে মটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারালে রিংকু ছিটকে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  মোটরসাইকেলের গতি খুব বেশি ছিল। এর ফলে রিকশাটি দুভাগ হয়ে গেছে বলে জানান এসআই।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি