ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

রাজধানীতে যুবলীগ নেতাসহ গুলিবিদ্ধ হয়ে আহত ৩

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৫৩, ১১ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

রাজধানীর পুরান ঢাকার ওয়ারীর দক্ষিণ মুহসেন্দি এলাকায় সন্ত্রাসীদের গুলিতে ওর্য়াড যুবলীগের  দুই নেতাসহ তিনজন আহত হয়েছেন।

আজ শনিবার রাত  ৯টার দিকে দক্ষিণ মুহসেন্দীর সেতুবন্ধন ক্লাবের পাশে  এ ঘটনা ঘটে। আহতদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)  হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হচ্ছেন, ৪১ নম্বর ওর্য়াডের সাধারণ সম্পাদক মো. জুয়েল (৩২), একই ওর্য়াডের ৩ নং ইউনিটের সভাপতি মো. রবিন (৩৫), যুবলীগ কর্মী মো. কাজল (৩৭) ।

প্রতক্ষ্যদর্শী ও আহত রবিন জানান, দক্ষিণ মুহসেন্দির একটি মাংসের দোকানের সামনে বসে কয়েকজন মিলে কথাবার্তা বলছিলাম। হঠাৎ মুখোশধারী ৫ থেকে ৬ জন  যুবক এসে কোনো কিছু বুঝে উঠার আগেই গুলি চালায়।

পরে তারা ফাকা গুলি চালিয়ে পালিয়ে যায়। এদিকে কি কারণে কারা গুলি চালিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

 ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক ( এ এস আই)  মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিন জন গুলিবিদ্ধ হয়ে ঢামেকে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান তিনি।

 

এমএইচ/ এসএইচ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি