ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

রাজধানীর রমনা লেকে ডুবে ২ শিক্ষার্থীর মৃত্যু   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৫, ১২ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

রাজধানীর রমনা উদ্যানের লেকে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মাহফুজ ও আদনান নামে এ দু’শিক্ষার্থী গোসল করতে নামলে এমন দুর্ঘটনা ঘটে। তারা কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র।   

জানা যায়, রোববার (১২ আগস্ট) দুপুরে স্কুলফাঁকি দিয়ে রমনা উদ্যানে গিয়ে গোসল করতে নেমে দু’জনে ডুবে গেলে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। বিকেল সোয়া ৪টার দিকে দু’জনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা।

তাদের সহপাঠী আরিফ জানায়, তারা তিনজন ক্লাস না করে দুপুরে রমনা উদ্যানে ঘুরতে আসে। এক পর্যায়ে মাহফুজ ও আদনান গোসল করতে নামে। মাহফুজ সাঁতার জানলেও আদনান জানতো না। কিন্তু মাহফুজের কাঁধে চড়ে আদনান সাঁতরাতে যায়। তখন দু’জনেই পানিতে ডুবে যায়। আরিফের চিৎকারে আশপাশের লোকজন দু’জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসে।

আরিফ জানায়, তার এবং আদনানের বাসার শাহজাহানপুরের গুলবাগে।

এসি 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি