ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

রাজধানীর ১৪ এলাকায় গ্যাস থাকবে না

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৯, ১০ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

রাজধানীর কয়েকটি এলাকায় আজ শুক্রবার সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। গ্যাসের পাইপ লাইন স্থানান্তর কাজের জন্য এ ১১ ঘণ্টা গ্যাস পাবেন না গ্রাহকরা।

গতকাল বৃহস্পতিবার তিতাস গ্যাস কর্তৃপক্ষ এ তথ্য জানায়।

এতে জানানো হয়, শুক্রবার সকাল ১০ টা থেকে রাত ৯টা পর্যন্ত মোট ১১ ঘণ্টা রাজধানীর ইন্দিরা রোড, রাজাবাজার, বউবাজার রোড, গার্ডেন রোড, শুক্রাবাদ, কাঁঠালবাগান, ফ্রি স্কুল স্ট্রিট, ক্রিসেন্ট রোড, সেন্ট্রাল রোড, ল্যাবরেটরি রোড, কলাবাগান, ডলফিন গলি, বশিরউদ্দিন রোড ও তার আশপাশের এলাকায় সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি