রূপচর্চার প্রসাধনী ব্যবহারে গর্ভের শিশুর ক্ষতি
প্রকাশিত : ২০:৪৪, ২৬ এপ্রিল ২০১৮
 
				
					ভারতীয় এক স্ত্রীরোগবিশেষজ্ঞ পরামর্শ দিয়ে জানিয়েছেন, গর্ভকালীন সময়ে রূপচর্চার যে কোনো প্রসাধনী থেকে দূরে থাকতে হবে। কারণ, এসময় গর্ভের শিশুর মস্তিষ্ক গঠিত হয়, এজন্য প্রসাধনীর রাসায়নিক উপাদানের সংস্পর্শে আসলে শিশু প্রতিবন্ধী হওয়া এবং স্বাস্থ্যহানীর আশঙ্কা ঘটতে পারে।
এছাড়া সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে যে, মায়ের কসমেটিক্সে থাকা রাসায়নিক পদার্থের প্রভাবে কমে যায় গর্ভস্থ শিশুর বুদ্ধি। তাই শিশুর সুস্থতার জন্য কিছু পণ্য ও প্রসাধন সামগ্রী থেকে বিরত থাকতে হবে।
যেসব প্রসাধনী থেকে বিরত থাকবেন-
লিপস্টিক, লিপ-গ্লস, লিপ বাম, আইলাইনার, মাসকারা, ডিওডোরেন্ট, ফাউন্ডেশন, বডি অয়েল, ট্যালকম পাউডার, হেয়ার রিমুভাল ক্রিম এবং হেয়ার ডাই। এসব প্রসাধনী গর্ভবতী নারীর জন্য বয়ে আনবে নানাবিধ দুঃসংবাদ। বিশেষ করে সবচাইতে ক্ষতিকর হল ব্রণ সারানোর ক্রিম বা জেলজাতীয় প্রসাধনী। এই ধরণের ক্রিমে থাকে ‘রেটিনয়েডস’, যা গর্ভপাত এবং গর্ভের শিশুর অস্বাভাবিক মস্তিষ্কের জন্য দায়ী।
যেসব ব্যবহার করতে পারবেন-(তবে চিকিৎসকের পরামর্শে)
১) কেমিক্যাল ছাড়া সানস্ক্রিন লোশন।
২) দামী ব্র্যান্ডের সাবান
৩) মাইল্ড শ্যাম্পু ব্যবহার করুন।
জরুরি সতর্কতা
১) মনে রাখবেন মায়ের খাবার যেমন গর্ভস্থ শিশুর শরীরের জন্য উপকারী, তেমনই কসমেটিক্সের রাসায়নিক শিশুর বিকাশ কমাবে।
২) প্রয়োজন না হলে মেকআপ করবেন না।
৩) শীত আসছে। ত্বক যাতে নরম থাকে তার জন্য চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রসাধনী ব্যবহার করুন।
৪) মনে রাখবেন, আপনি ভাল থাকলে সুস্থ থাকবে আপনার গর্ভের শিশুও।
সূত্র : আনন্দবাজার।
কেএনইউ/
 
				        
				    

























































