ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

সবুজবাগে ছুরিকাঘাতে যুবক নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৬, ১০ জুন ২০১৮ | আপডেট: ০৯:৫৩, ১০ জুন ২০১৮

Ekushey Television Ltd.

রাজধানীর সবুজবাগে ছুরিকাঘাতে রাহাত মিয়া (২৬) নামে এক যুককের মৃত্যু হয়েছে। চোরকে ধাওয়া করতে গিয়ে শনিবার রাতে এ ঘটনা ঘটে।
চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোর ৫টার দিকেঢাকামেডিকেল কলেজ হাসপাতালে মারা যান রাহাত। তিনি সবুজবাগ মাদারটেক চৌরাস্তা এলাকার বাবুল মিয়ার একমাত্র ছেলে।
চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় জানিয়ে সবুজবাগ থানার ডিউটি অফিসার সাইফুর রহমান জানান, মাদারটেক নতুন রাস্তা এলাকার একটি বাড়িতে চোর প্রবেশ করে। বাসার লোকজন টের পেয়ে ধাওয়া দেয়। চোর পালিয়ে যাওয়ার সময় রাহাত সামনে পড়লে তার পেটে ছুরিকাঘাত করে।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি