ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

সামাজিক মাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগে আটক ৩

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৮, ২১ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১৪:৩৫, ২১ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর দায়ে তিনজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)।

আজ শুক্রবার ভোরে রাজধানীর শ্যামলী এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, মো. ওয়াহিদুন্নবী (৪৭), আরাফাত তারুন্য তামাদি (৩৭) ও আব্দুল্লাহ জাবিদ (৪৫)।

আজ সকালে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান এতথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আটকরা ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক অপপ্রচার, মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে গুজব ছড়িয়ে আসছিল। তারা নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিভিন্ন মনগড়া প্রচারণা চালাচ্ছিল। দেশজুড়ে মাদকের বিরুদ্ধে চলা যুদ্ধকে মানুষের বিরুদ্ধে যুদ্ধ বলে আখ্যায়িত করছিল।

আটক তিনজনই পেশায় ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে গুজব ছড়িয়ে ডিজিটাল সিকিউরিটি আইনে অপরাধ করেছে। আটক আসামিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি