সায়মা ওয়াজেদ আওয়ামী লীগের পরবর্তী সাধারণ সম্পাদক, যা জানা গেল
প্রকাশিত : ১১:৫১, ১৯ এপ্রিল ২০২৫

সম্প্রতি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল বাংলাদেশ আওয়ামী লীগের পরবর্তী সাধারণ সম্পাদক শীর্ষক একটি দাবি সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে।
তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সায়মা ওয়াজেদ পুতুল বাংলাদেশ আওয়ামী লীগের পরবর্তী সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হননি বরং, কোনো প্রকার তথ্যপ্রমাণ ছাড়া এই ভুয়া দাবিটি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে গত ০২ এপ্রিল প্রকাশিত পোস্টে একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।
উক্ত ফটোকার্ড থেকে জানা যায়, সায়মা ওয়াজেদ পুতুলের বাংলাদেশ আওয়ামী লীগের পরবর্তী সাধারণ সম্পাদক হওয়া সংক্রান্ত দাবিটি গুজব।
তাছাড়া, বাংলাদেশ আওয়ামী লীগের মতো ভারতীয় উপমহাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের কেন্দ্রীয় কোনো পদে পরিবর্তন আসলে তা নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে সংবাদ প্রকাশ অবধারিত। কিন্তু, গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট কোনো সূত্রে এবিষয়ে কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি।
সুতরাং, সায়মা ওয়াজেদ পুতুল বাংলাদেশ আওয়ামী লীগের পরবর্তী সাধারণ সম্পাদক শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা।
এএইচ