ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সিটি নির্বাচনগুলো সেমি ফাইনাল : ওবায়দুল কাদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৩, ১৮ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১৯:২৪, ১৮ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

আগামী জাতীয় নির্বাচনের আগে সিটি করপোরেশনের নির্বাচনগুলো হচ্ছে সেমিফাইনাল। জাতীয় নির্বাচন ফাইনাল। সোমবার রাজধানীর ব্যাপ্টিস্ট মিশন স্কুলে খৃষ্টধর্মের বড়দিন উৎসব উপলক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের কেমন প্রার্থী দিবে আওয়ামী লীগ এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের প্রার্থী অনেক। দলীয় প্রার্থীও আছে, সমর্থক প্রার্থীও আছে। আনিসুল হক ছিলেন সমর্থক প্রার্থী। আমরা খোঁজ খবর নিচ্ছি। জরিপ চলছে। জরিপের রিপোর্ট, আমাদের রিপোর্ট সব মিলিয়ে ঢাকার জনগণের কাছে যিনি গ্রহণযোগ্য তাকেই মনোনয়ন দেব।

প্রয়াত মেয়র আনিসুক হক প্রসঙ্গে তিনি বলেন, আনিসুল হককে প্রধানমন্ত্রী সিলেক্ট করেছিলেন। তিনি প্রধানমন্ত্রীর মুখ উজ্জ্বল করেছিলেন তার কাজের মধ্য দিয়ে। তিনি তার দুই বছরের শাসনকালে সৎ সাহস দেখিয়েছেন। তিনি এ সময় বলেন, আগামীতেও এমন প্রার্থী মনোনয়ন দেব যিনি আনিসুল হকের অসমাপ্ত কাজ এগিয়ে নিতে পারবেন।

রংপুর নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, রংপুর সিটি নির্বাচনে আমরা যাকে প্রার্থী দিয়েছি তিনি পোড় খাওয়া মানুষ। গতবার তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিলেন।

এসময় তিনি বলেন, আওয়ামী লীগ এতো দেউলিয়া হয়ে যায়নি যে কাউকে গোপনে সমর্থন দিতে হবে। আওয়ামী লীগ যা করে প্রকাশ্যে করে।

তিনি এসময় প্রধানমন্ত্রীর প্রসঙ্গে বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, তিনি রংপুরে ফ্রি ও ফেয়ার নির্বাচন চান।

 

এএ/এসএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি