ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫

সিনহা গায়ের জ্বালা থেকে পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখেছেন: আইনমন্ত্রী    

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪১, ২১ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক মনে করেন, সাবেক প্রধান বিচারপতি এস. কে সিনহা গায়ের জ্বালা থেকে পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখেছেন।   

তিনি বলেন, ‘এস কে সিনহার মনে দুঃখ থাকতে পারে। গায়ের জ্বালা থেকে তিনি (সিনহা) তার বইয়ে পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখেছেন।’

আইনমন্ত্রী আজ শুক্রবার সকালে আখাউড়া রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

আনিসুল হক এস কে সিনহা’কে ‘দুর্নীতিবাজ প্রধান বিচারপতি’ হিসেবে অভিহিত করে বলেন, ‘আমার মনে হয় এস কে সিনহার কথায় জনগণ বিভ্রান্ত হবে না।’

আইনমন্ত্রী ঢাকা থেকে ট্রেনে চড়ে সকাল সাড়ে ১০টায় আখাউড়া স্টেশনে এসে পৌঁছান।

এসি  
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি