ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

হাটে পর্যাপ্ত পশু থাকলেও দাম বেশি হাঁকার অভিযোগ(ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫১, ১৮ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

রাজধানীর ২৬টি কোরবানীর পশুর হাটে  আনুষ্ঠানিকভাবে বেচা-কেনা শুরু হয়েছে। পর্যাপ্ত পশু থাকলেও দাম বেশি হাঁকা হচ্ছে বলে অভিযোগ ক্রেতাদের। গাবতলীর হাটে ১হাজার ৬শ কেজির বেশি ওজনের একটি গুরুর দাম হাঁকা হচ্ছে ২৮ লাখ টাকা। 

রাজধানীর গাবতলী পশুর হাট। আনুষ্ঠানিকভাবে বিক্রির প্রথম দিনেই উঠেছে পর্যাপ্ত পরিমানে গরু ছাগলসহ অন্যান্য পশু।

পশুর আকার ভেদে দাম রয়েছে ভিন্নতা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পশু নিয়ে আসছেন বেপারীরা। এবার ভালো দাম পাবেন বলে আশা বিক্রেতাদের।

শনিবার সরকারী ছুটির দিন হলেও ক্রেতা সমাগম ছিলো তুলনা মূলক কম। দাম বেশি হাঁকা হচ্ছে বলে অভিযোগ তাদের।

হাটে সবচেয়ে বড় গরুটির দাম হাঁকা হচ্ছে ২৮ লাখ টাকা। এখন পর্যন্ত ১৮ লাখ পর্যন্ত দাম উঠেছে বলে জানান বিক্রেতা।

গবতলীর হাটে ওঠা একমাত্র উটটির দাম হাকা হচ্ছে ২০ লাখ টাকা। আর দুম্বা চাওয়া হচ্ছে ৮ লাখ টাকা করে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি