ঢাকা, সোমবার   ১৮ আগস্ট ২০২৫

নতুন কর্মসূচি ঘোষণা, সড়ক ছাড়লেন ৭ কলেজের শিক্ষার্থীরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১১, ৩০ অক্টোবর ২০২৪

Ekushey Television Ltd.

ছয় ঘণ্টা পর রাজধানীর সায়েন্সল্যাব মোড় থেকে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। একইসঙ্গে আগামী শনিবার পর্যন্ত তারা চলমান কর্মসূচি স্থগিত করেছেন।

বুধবার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থী ও আন্দোলনের সংগঠক নাঈম হাওলাদার এ তথ্য জানান।

এর আগে বুধবার সকাল ১১টা থেকে তারা সায়েন্সল্যাব মোড়ে অবরোধ কর্মসূচি শুরু করেন। এতে ঢাকায় দীর্ঘ যানজট দেখা যায়।

জানা যায়, সাত কলেজকে নিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য কমিশন গঠনের দাবি মেনে না নেওয়ায় গতকাল মঙ্গলবারও সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছিল শিক্ষার্থীরা। 

আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলছেন, ‘স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার যৌক্তিক দাবি নিয়ে তারা আন্দোলন করছেন। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কোনো উদ্যোগ না নিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে সংস্কার কমিশন গঠন করা হয়েছে।


আমরা এই কমিশন প্রত্যাখ্যান করেছি। আমরা চাই অতি দ্রুত পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হোক।
এদিকে, সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে বুধবার বিবৃতি দিয়েছেন শিক্ষা উপদেষ্টা অর্থনীতিবিদ ওয়াহিদ উদ্দিন মাহমুদ। বিবৃতিতে শিক্ষাখাতে শৃঙ্খলা ও স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য সরকার যথাসাধ্য চেষ্টা করছে বলে জানান তিনি।


তবে এসব দাবি-দাওয়ার মধ্যে ন্যায্য-অন্যায্য ও পরস্পর বিরোধী দাবিও রয়েছে বলে বিবৃতি উল্লেখ করা হয়।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি