ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঢামেক হাসপাতালে যৌথবাহিনীর দালাল আটক অভিযান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪০, ৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দালাল ও প্রতারক চক্রের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে যৌথবাহিনী। এ পর্যন্ত দালাল সন্দেহে অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। 

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে সেনাবাহিনী ও এনএসআইয়ের যৌথ দল হাসপাতাল প্রাঙ্গণের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে এদেরকে সন্দেহভাজনদের আটক করে বলে জানিয়েছেন ঢামেকের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক।

এখন তাদের জিজ্ঞাসাবাদ করে সত্যতা যাচাই করা হচ্ছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের সেবা নিতে গিয়ে বিশেষ করে রোগী ভর্তির ক্ষেত্রে দালালরা নানা ধরনের প্রতারণা ও হয়রানি করে থাকেন।

যাচাই বাছাই শেষে চিহ্নিত দালালদের সর্বোচ্চ তিন মাস কারাদণ্ডসহ বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করছেন ঢাকা জেলার সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহান।

এর আগে, গত বছরের নভেম্বরেও এমন অভিযানে ২১ জন দালালকে আটক করেছিল যৌথবাহিনী।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি