ঢাকা, শুক্রবার   ১৬ মে ২০২৫

মিরপুরে বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষ; নিহত ৩

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৮, ১১ মে ২০১৮

Ekushey Television Ltd.

রাজধানীর মিরপুরে বাস ও লেগুনার মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন অন্তত আরও ছয় জন।

আজ শুক্রবার মিরপুরের গোড়ান-চটবাড়ি বেড়িবাঁধ এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন শাহ আলী থানার উপ পরিদর্শক আবু বক্কর সিদ্দীক।

আবু বক্কর সিদ্দীক জানান, দুর্ঘটনার পর আহতদের সোহরাওয়ার্দী হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। এরা হলেন- ইয়াসিন শুভ (২৪) ও শিবলী সাদিক (২৭) ও ৮ বছরের এক মেয়ে শিশু। হাসপাতালটিতে এখন আরও ছয়জন চিকিৎসাধীন অবস্থায় আছেন।

থানা ও স্থানীয় সূত্রে জানা যায় যে, লেগুনার সাথে যে বাসটির সংঘর্ষ হয়েছে তার নাম কোনাবাড়ি পরিবহণ। মিরপুরের চিড়িয়াখান থেকে গাজীপুরের কোনাবাড়ি পথে চলাচল করে বাসটি।

আর সাভার থেকে মিরপুরে যাত্রী পরিবহন করে লেগুনাটি। বাস ও লেগুনা দুটোই এখন পুলিশের হেফাজতে আছে।

//এস এইচ এস//টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি