ঢাকা, সোমবার   ১৩ মে ২০২৪

রাজধানীতে পশু খাদ্যের জমজমাট ব্যবসা (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৪, ২০ আগস্ট ২০১৮ | আপডেট: ১৪:০৯, ২০ আগস্ট ২০১৮

রাজধানীতে কোরবানীর পশুর হাটকে কেন্দ্র করে জমজমাট হয়ে উঠেছে পশু খাদ্যের ব্যবসা। খড়- ঘাস, গমের ভুষি, চালের কুড়োর ব্যবসা জমজমাট হয়ে উঠেছে রাজধানীতে।

মাংস কাটার কাঠ-চাটাইসহ কোরবানীর অন্যান্য উপকরণেরও পসরা সাজিয়ে বসেছেন মৌসুমী ব্যবসায়ীরা। দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও হাতের কাছে এসব পণ্য পেয়ে খুশি ক্রেতারা।

রাজধানীর হাটগুলোতে গবাদী পশু বিকি-কিনির পাশাপাশি বেশ জমে উঠেছে সাজ-সজ্জা আর পশু খাদ্যের বাজার। রংবেরঙ এর বাহারী সব সাজে গরু কিংবা ছাগল নিয়ে বাড়ি ফিরছেন অনেকেই।

সেইসঙ্গে কিনে নিচ্ছেন কোরবানীর আগ পর্যন্ত প্রয়োজনীয় পশুখাদ্যে। হাতের নাগালেই দানাদার খাবারসহ খড়-ভুসি, খৈল-ছোলাও নিচ্ছেন ক্রেতারা।

কোরবানীর সময় প্রয়োজন হতে পারে এমন পণ্য কিনছেন অনেকেই। আছে চাটাই, মাংস কাটার কাঠও।

প্রতিবছর কোরবানীর এই সময়েই বাজারে নামেন অনেক মৌসুমী ব্যবসায়ী। বেশি লাভের আশায় এলেও খুব এটা দাম পাচ্ছেন না বলেও দাবী কারো কারো।

তবে, দাম যাই হোক- এমন আয়োজনের প্রয়োজন আছে বলে মনে করেন সবাই।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি