ঢাকা, রবিবার   ১২ মে ২০২৪

ডিসেম্বরেই চলবে মেট্রোরেল (ভিডিও)

প্রকাশিত : ১০:৫৭, ৬ মে ২০১৯

সবকিছু ঠিকমত চললে, পূর্ব ঘোষণা অনুসারে ২০১৯ সালের ডিসেম্বরে-ই দেশের প্রথম মেট্রোরেলে সেবা উপভোগ করতে পারবে, রাজধানীবাসী। বহুল প্রত্যাশিত রাজধানীবাসীর মেট্রোরেল ‘এমআরটি লাইন সিক্স’ বাস্তব রুপ ধারণ করতে শুরু করেছে। উত্তরার দিয়াবাড়ি হতে পল্লবী হয়ে আগারগাঁও পর্যন্ত প্রথম পর্যায়ে প্রকল্পের সার্বিক অগ্রগতি ৪০ ভাগ। জুলাই মাসের পর, শুরু হবে রেল লাইন বাসানোর কাজ। রিপোর্টে আরো জানাচ্ছেন, মুহাম্মদ নূরন নবী।

উত্তরা দিয়াবাড়ি’র সবুজ প্রস্তরের দাড়িয়ে, যাওয়া সাদা রং এর সারি সারি পিয়ার।

একের পর এক যুক্ত হচ্ছে, প্রিকাস্ট সেগমেন্ট কাস্টিং। আবয়ব রুপ নিচ্ছে, উড়াল মেট্রোরেলের ভায়াডাক্ট এ।

বাস্তবে, একটি মেগা স্টাকচার জানান দিচ্ছে, দেশের প্রথম মেট্রোরেল সেবা চালু হতে আর বেশি দেড়ি নেই।

শুধু এই অংশেই নয়, একই পূণপুনিক পথযাত্রা মিরপুর ডিওএইচএস ছুয়ে এগিয়ে গেছে পল্লবীর দিকে।

আর গোলক ধাধা নয়, বিরামহীন কাজ মিরপুর দশ নম্বর, কাজিপাড়া শেওড়া পাড়া হয়ে আগারগাঁও পর্যন্ত। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, চলতি মাস পর্যন্ত এ অংশে কাজ এগিয়েছে, ৪০ ভাগের উপরে।

শুধু তাই নয়, সাড়ে তিন কিলোমিটার ভায়া-ডাক্টের সাথে সাথে এগিয়েছে এই অংশের নয়টি স্টেশন নির্মানের কাজও। জুলাই মাসে, শুরু হবে, রেললাইন ও বিদ্যুৎতের যন্ত্রপাতি স্থাপন।

আটটি প্যাকেজে বিভক্ত প্রকল্পের কাজ, যথা সময়ে শুরু হওয়া ও বাধাহীন এগিয়ে যাওয়ায়, সময় মত প্রথম পর্যায়ে মেট্রো চালু করতে কোন প্রতিবন্ধকতা দেখছেন না, বিশেষজ্ঞরা।

আট নম্বর প্যাকেজের আওতায়, জাপানোর গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান কাওয়াসাকি-মিৎসুবিশি রোলিং স্টক বা রেল কোচ ও ডিপোর নকশা চূড়ান্ত হয়ে নির্মান কাজ চলছে। চলতি বছরের, শেষে অন্তত চার সেট ট্রেন দিয়ে শুরু হচ্ছে, প্রথম মেট্রোরেল যুগের।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি