ঢাকা, শনিবার   ৩১ জানুয়ারি ২০২৬

রাজধানীতে মাদক বিরোধী অভিযানে আটক ৪৯

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৯, ৯ জানুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৪৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের(ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ।

ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, এসময় তাদের কাছ থেকে ১০হাজার১৬৪ পিস ইয়াবা, ৬৯ গ্রাম ৫০ পুরিয়া হেরোইন, ৭৫ বোতল ফেন্সিডিল ও ২ কেজি ৬৯০ গ্রাম ১২ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।

এতে বলা হয়,ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার সকাল ছয়টা থেকে আজ সকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৭ টি মামলা দায়ের করা হয়েছে।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি