ঢাকা, বৃহস্পতিবার   ০৭ নভেম্বর ২০২৪

জুরাইনে অটোর ধাক্কায় স্কুলছাত্রী নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৬, ২৪ আগস্ট ২০২২

রাজধানীর জুরাইনে মায়ের সঙ্গে স্কুলে যাওয়ার পথে সিএনজিচালিত অটোর ধাক্কায় এক বোন নিহত ও এক বোন গুরুতর আহত হয়েছে। বুধবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, তারা দুই বোনই জুরাইন আশরাফ মাস্টার আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী এবং কয়েক দিন আগে তাদের বাবা মারা গেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মায়ের সাথে তারা দুই বোন জুরাইন আশরাফ মাস্টার আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভবন-২ এর দিকে যাচ্ছিলেন। এ সময় সিএনজিচালিত অটো তাদেরকে ধাক্কা দিলে এক বোন ঘটনাস্থলে নিহত হয় এবং আরেক বোন গুরুতর আহত হয়। আহত বোনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ সময় উত্তেজিত জনগণ অটোটি পুড়িয়ে দেয়।

কদমতলী থানা পুলিশ অটোচালককে আটক করেছে।
এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি