ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

রাজধানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় ৪ জন নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫১, ২৬ ফেব্রুয়ারি ২০২০

রাজধানীর বনানীতে সেতু ভবনের সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। নিহতদের একজনের নাম দুলদানা আক্তার কচি এবং আরেকজনের নাম সোনিয়া।

মঙ্গলবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ তথ্য জানিয়েছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।

তিনি জানান, দুলদানা আক্তার কচি পার্ল ইন্টারন্যাশনালের টেরিটরি অফিসার। তিনি কিশোরগঞ্জের কুলিয়ারচর এলাকার মৃত সৈয়দ ফজলুল হকের মেয়ে। সোনিয়া ভোলার মাছদেলছড়িয়ার রুহুল আমিনের মেয়ে। তিনি ভাই রুবেলের সঙ্গে মিরপুরের শাহআলীতে থাকতেন।

বনানী থানার উপপরিদর্শক এসআই অফজাল হোসেন বলেন, ‘রাত দেড়টার দিকে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সড়কের ওপর স্কুটিটি পড়ে থাকতে দেখি। স্কুটির নম্বর প্লেটের ওপরে প্রেস লেখা রয়েছে। পরে ঢামেক হাসপাতালের মর্গে গিয়ে দুই নারীর লাশ পাই।’

পুলিশ বলছে, অফিস থেকে রাতে বাসায় ফেরার পথে তারা দুর্ঘটনার কবলে পড়েন। স্কুটিতে প্রেস লেখা থাকায় প্রথমে মনে হয়েছিল তারা সাংবাদিক। তবে তারা সাংবাদিক নন বলে ধারণা করা হচ্ছে। 

এদিকে, রাজধানীর ডেমরায় রাতে আরেকটি মোটরসাইকেল দুর্ঘটনায় আরও দুই জন নিহত হয়েছেন। নিহতদের নাম - আকাশ (২১) ও ঐশ্বিক (১৯)।

মঙ্গলবার দিবাগত রাত একটায় রাজধানীর কোনাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কোনাপাড়া এলাকায় মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় বালুবাহী ট্রাক পেছন থেকে চাপা দিলে রাস্তায় ছিটকে পরে দুজনই গুরুতর আহত হন।

পথচারীরা আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আকাশকে মৃত ঘোষণা করেন।

গুরুতর আহত ঐশ্বিক চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে তিনটায় মারা যান।
এসএ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি