ঢাকা, শনিবার   ১৮ মে ২০২৪

বিশ্বজুড়ে আরও ৫ হাজার প্রাণ নিয়েছে করোনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৫, ১১ অক্টোবর ২০২০

ইরানের গিলানে করোনাক্রান্ত স্বজনকে হারিয়ে কাঁদছে এক স্বজন। ছবি-ইরান ফোকাস

ইরানের গিলানে করোনাক্রান্ত স্বজনকে হারিয়ে কাঁদছে এক স্বজন। ছবি-ইরান ফোকাস

পৃথিবীব্যাপী তাণ্ডব অব্যাহত রয়েছে প্রাণঘাতি করোনার। যাতে গত একদিনেও ৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এতে করে প্রাণহানির সংখ্যা ১০ লাখ ৭৭ হাজার পেরিয়েছে। নতুন করে সাড়ে তিন লাখের বেশি করোনা রোগী শনাক্ত হলেও ভাইরাসটি থেকে বেঁচে ফিরেছেন এখন পর্যন্ত ২ কোটি ৮১ লাখের অধিক ভুক্তভোগী।

বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের নিয়মিত পরিসংখ্যানে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৩ লাখ ৫৫ হাজার ৮৭৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এতে করে আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৭৪ লাখ ৫৪ হাজার ১৯৯ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ ঝরেছে ৫ হাজার ৭৫ জনের। এ নিয়ে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ১০ লাখ ৭৭ হাজার ২৯১ জনে ঠেকেছে। 

অন্যদিকে গত একদিনে সুস্থতা লাভ করেছেন প্রায় ২ লাখ ১৮ হাজার রোগী। এতে করে করোনামুক্ত হওয়ার সংখ্যা বেড়ে ২ কোটি ৮১ লাখ ৮ হাজার ২৭৮ জনে পৌঁছেছে। 

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম মানবদেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এরপর দেশটিতে এ ভাইরাসে অস্বাভাবিকভাবে প্রাণহানি ঘটে। এর পরপরই চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউরোপের দেশগুলোতে করোনা ভাইরাসে সংক্রমণ মাত্রা ছাড়ায়। সে সব দেশে করোনা ভাইরাস কিছুটা নিয়ন্ত্রণে আসলেও উত্তর ও দক্ষিণ আমেরিকার দেশগুলোতে এখনও ক্রমশ বেড়েই চলছে কোভিড-১৯ ভাইরাসে প্রাণহানি। ১১ মার্চ করোনাকে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। যেখানে এখন পর্যন্ত ৭৯ লাখ ৪৫ হাজার ৫০৫ জন মানুষ করোনার শিকার হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২ লাখ ১৯ হাজার ২৮২  জনের।  

সংক্রমণের নিরিখে দুইয়ে থাকা ভারতে গত একদিনেও ৭৪ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। এতে করে আক্রান্তের সংখ্যা ৭০ লাখ সাড়ে ৫১ হাজারে দাঁড়িয়েছে। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ১ লাখ ৮ হাজার ৩৭১ জনের। 

প্রাণহানির তালিকায় দুই নম্বরে অবস্থান করা ব্রাজিলে সংক্রমিতের সংখ্যা ৫০ লাখ ৯২ হাজারের কাছাকাছি। প্রাণহানি বেড়ে ১ লাখ ৫০ হাজার ২৩৬ জনে ঠেকেছে। 

পৃথিবীর বৃহত্তম দেশ রাশিয়ায় সংক্রমণের হার আগের মতোই। যেখানে এখন পর্যন্ত করোনার ভুক্তভোগী ১২ লাখ ৮৫ হাজারের বেশি। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ হাজার ৪৫৪ জনে। 

 কলম্বিয়ায় শনাক্ত ৯ লাখ ৩ হাজারের কাছাকাছি। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৭ হাজার ৬৬০ জনের। 

স্পেনে আক্রান্ত ৮ লাখ ৯০ হাজার ছাড়িয়েছে। প্রাণ গেছে ৩২ হাজার ৯২৯ জনের। 

আর্জেন্টিনায় সংক্রমিতের সংখ্যা ৮ লাখ ৮৪ হাজার ছুঁই ছুঁই। মৃত্যু হয়েছে ২৩ হাজার ৫৮১ জনের। 

পেরুতে আক্রান্ত ৮ লাখ ৪৬ হাজার ৮৮ জন। যেখানে মৃতের সংখ্যা ৩৩ হাজার ২২৩ জনে ঠেকেছে। 

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোয় আক্রান্ত ৮ লাখ ১০ হাজারের কাছাকাছি। সেখানে প্রাণ গেছে ৮৩ হাজার ৫০৭ জন মানুষের। 

ফ্রান্সে করোনার ভুক্তভোগী প্রায় ৭ লাখ ১৯ হাজার। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ৩২ হাজার ৬৩ জনের। 

দক্ষিণ আফ্রিকায় সংক্রমিতের সংখ্যা ৬ লাখ ৯১ হাজার ছুঁই ছুঁই। মৃত্যু হয়েছে ১৭ হাজার ৬৭৩ জনের। 


যুক্তরাজ্যে সংক্রমিতের সংখ্যা ৫ লাখ ৯১ হাজার ছুঁতে চলেছে। যেখানে প্রাণ ঝরেছে ৪২ হাজার ৭৬০ জন ভুক্তভোগীর। 

ইরানে করোনার শিকার ৪ লাখ ৯৬ হাজারের বেশি মানুষ। প্রাণহানি ঘটেছে ২৮ হাজার ২৯৩ জনের। 

চিলিতে সংক্রমিত ৪ লাখ ৭৯ হাজার ৫৯৫ জন মানুষ। এর মধ্যে ১৩ হাজার ২৭২ জনের প্রাণ কেড়েছে করোনা। 

ইরাকে ভাইরাসটির ভুক্তভোগী ৪ লাখ ছুঁয়েছে। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ৯ হাজার ৭৯০ জনের।

এদিকে বাংলাদেশে স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য মতে, গতকাল শনিবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৭৭ হাজার ৭৩ জন। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ৫ হাজার ৫শ’ জনের।
এআই/এসএ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি