ঢাকা, সোমবার   ১৭ জুন ২০২৪

বিএনপির সামনে এখন কোনো ইস্যু নেই: ওবায়দুল কাদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩১, ১৮ মে ২০২৪

বিএনপির সামনে কোনো ইস্যু নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, গণঅভ্যূত্থান কর্মসূচি থেকে তারা এখন লিফলেট বিতরণে নেমে এসেছে। 

শনিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে একথা কাদের। 

ওবায়দুল কাদের বলেন, আজকের বাংলাদেশের এত উন্নয়ন ও সমৃদ্ধ হয়েছে সরকারের ধারাবাহিকতায় এবং স্থায়িত্বতার কারণে। এই কারণে বিশ্বের বিস্ময়ে রূপান্তরিত হতে পেরেছে বাংলাদেশ।

দেশে গণতন্ত্রের কোনো ঘাটতি নেই উল্লেখ করে তিনি বলেন, কোনো দল বা গোষ্ঠীর ওপর দমন-পীড়ন করছে না সরকার। গণতন্ত্রের বিচারে বিশ্বের বহু দেশের তুলনায় ভালো অবস্থানে আছে বাংলাদেশ।

বিএনপি নির্বাচনে না এলেও সংসদ কার্যকর আছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ বা সরকার কারও মুখ বন্ধ করেনি। বিএনপি তো তাদের সভা-সমাবেশ করতে পারছে। 

বিশ্বব্যাপী যুদ্ধাবস্থার কারণে আন্তর্জাতিক বাজারে স্থিতিশীলতা না থাকায় দ্রব্যমূল্য পরিস্থিতি আন্তরিকভাবে সমন্বয় করারও আশ্বাস দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। 

রিজার্ভ কমে ১৩ বিলিয়নে নেমে আসায় অর্থনীতিবিদরা অনেকে উদ্বেগ প্রকাশ করেছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা স্বাধীনতার পর কত বিলিয়ন ডলার নিয়ে যাত্রা শুরু করেছি। কত ডলার ছিল আমাদের? বিএনপি কয় বিলিয়ন ডলার রেখে গেছে আমাদের? তিন বিলিয়ন প্লাস। তাহলে এখন ১৯-২০ বিলিয়ন ডলার আছে এটা কি কম নাকি? এখন আমাদের রফতানি আয় বাড়ছে, রেমিট্যান্সও বাড়ছে। এই মুহূর্তের যে প্রবণতা, এইগুলো বাড়লে রিজার্ভও বাড়বে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আবদুস সবুর এবং উপ-দফতর সম্পাদক সায়েম খান প্রমুখ।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি