ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রশান্ত মহাসাগর পাড়ি দিলেন জাপানে এক অন্ধ নাবিক

প্রকাশিত : ১৫:২৪, ২০ এপ্রিল ২০১৯

Ekushey Television Ltd.

প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়েছেন জাপানে একজন অন্ধ নাবিক। ওই নাবিকের নাম মিৎসুহিরো ইওয়ামোতো। এটাই প্রথম কোনো দৃষ্টিশক্তিহীন ব্যক্তির প্রথম প্রশান্ত মহাসাগর পাড়ি দেয়া। তিনি শনিবার একটানা নৌযান চালিয়ে প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়েছেন।

অন্ধ এ নাবিক যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে যাত্রা শুরু করেন। প্রায় দুই মাস সমুদ্র ভ্রমণ শেষে শনিবার সকালে জাপানের ফুকুশিমা বন্দরে পৌঁছেন। তিনি ১২ মিটার নৌযানে করে এই কঠিন কাজটি সম্পন্ন করেন। 

৫২ বছর বয়সী অসীম সাহসী নাবিক ইওয়ামোতো সান ডিয়াগোর বাসিন্দা। তিনি ২৪ ফেব্রুয়ারি ক্যালিফোর্নিয়া থেকে নৌচালনায় সহকারী মার্কিন নাগরিক ডউগ স্মিথের সঙ্গে রওনা দেন। স্মিথ ইওয়ামোতোকে বাতাসের দিক পরিবর্তনের মতো তথ্য দিয়ে সহায়তা করেন।

ছয় বছর আগে তিনি প্রথমবার এই কঠিন কাজটি করার উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু সেবার তার ইয়টটি তিমির আঘাতে ডুবে যায়।

তার ইয়টটি ১৪ হাজার কিলোমিটার জলপথ পাড়ি দিয়ে ফুকুশিমায় পৌঁছলে সেখানে বিপুল সংখ্যক মানুষ তাকে স্বাগত জানায়।

তিনি তাদের উদ্দেশ্যে বলেন, ‘আমি দেশে পৌঁছেছি। আপনাদের ধন্যবাদ।’

সূত্র : এএফপি

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি