ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

বাংলাদেশে কারো মধ্যেই করোনাভাইরাস পাওয়া যায়নি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৩, ১৮ ফেব্রুয়ারি ২০২০ | আপডেট: ১৪:১৬, ১৮ ফেব্রুয়ারি ২০২০

করোনাভাইরাস সন্দেহে দেশে এ পর্যন্ত ৭২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের কারো মধ্যেই ওই ভাইরাস পাওয়া যায়নি। তবে আরও ছয়জন পরীক্ষাধীন রয়েছেন। আশা করা যাচ্ছে তারাও মুক্ত রয়েছেন। এমনটি বলছে বাংলাদেশ সরকারের রোগ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান আইইডিসিআর।

আজ মঙ্গলবার দুপুরে বাংলাদেশ মেডিক্যাল রিসার্চ কাউন্সিলের সেমিনারে এ তথ্য তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য তুলে ধরেন।

এ দিকে জাতীয় রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা চীন বা সিঙ্গাপুর থেকে দেশে ফেরা বাংলাদেশি নাগরিকদের নাম-ঠিকানা প্রকাশ না করার অনুরোধ জানিয়েছেন। 

তিনি বলেন, ‘নাম-ঠিকানা প্রকাশ করায় তাদের সামাজিকভাবে সমস্যায় পড়তে হচ্ছে। এ কথাটা মাথায় রাখতে হবে সবাইকে।’

অনুষ্ঠানে আরও মধ্যে উপস্থিত ছিলেন- সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ আলী নূর, জাতীয় অধ্যাপক শাহলা খাতুন, ডিএমআরসি চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ , সম্মিলিত সামরিক বাহিনীর স্বাস্থ্য বিভাগীয় মহাপরিচালক মেজর জেনারেল ফসিউর রহমান প্রমুখ। 

উল্লেখ্য, প্রাণঘাতি করোনা ভাইরাসে শুরু থেকে পাল্লা দিয়ে নিহত ও আক্রান্তের সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৯৩ জনের মৃত্যু হয়েছে। যেখানে উৎপত্তিস্থল উহানের এক হাসপাতাল পরিচালকও রয়েছেন। এই নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৮৬৮ জনে। 

 

এসএ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি