ঢাকা, রবিবার   ১৩ অক্টোবর ২০২৪

শক্তি ফাউন্ডেশন নেবে ৯৭৮ কর্মী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৪, ৩ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১৭:৩৫, ৩ জানুয়ারি ২০১৮

জনবল নিয়োগ দেবে বেসরকারি ক্ষুদ্রঋণ দানকারী প্রতিষ্ঠান শক্তি ফাউন্ডেশন ফর ডিজ-অ্যাডভান্টেজড উইমেন। বেশ কয়েকটি পদে মোট ৯৭৮ জনকে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। বেসরকারি প্রতিষ্ঠানে ক্যারিয়ার গড়তে চাইলে আপনিও আবেদন করতে পারেন। তার আগে বিজ্ঞপ্তিতে চোখ বুলিয়ে নিন একবার। মিলিয়ে নিন যোগ্যতার মাপকাঠি।
কোন পদে কতজন
শক্তি ফাউন্ডেশনে রিজিওনাল হেড পদে ৭ জন, জুনিয়র এক্সিকিউটিভ (অ্যাগ্রো প্রগ্রাম ট্রেইনার) পদে ১ জন, এরিয়া সুপারভাইজার (মাইক্রো ক্রেডিট/অ্যাগ্রো প্রগ্রাম) পদে ৩০ জন, শাখা ব্যবস্থাপক (মাইক্রোক্রেডিট প্রগ্রাম) পদে ১০০ জন, শাখা ব্যবস্থাপক (অ্যাগ্রো প্রোগ্রাম) পদে ৫০ জন, অ্যাগ্রো ডেভেলপমেন্ট অফিসার (মাঠকর্মী) পদে ১৫০ জন, ক্রেডিট অফিসার (মাঠকর্মী) গ্রেড-১ পদে ৪০০ জন, ক্রেডিট অফিসার (মাঠকর্মী) গ্রেড-২ পদে ১০০ জন, হেলথ সার্ভিস অফিসার (মহিলা) পদে ১০০ জন, মহিলা প্যারামেডিক (হেলথ প্রগ্রাম) পদে ২০ জন, মহিলা মেডিক্যাল অফিসার (হেলথ প্রোগ্রাম) পদে ২০ জনকে নিয়োগ দেওয়া হবে।
আবেদনের যোগ্যতা ও বয়সসীমা
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিজ্ঞপ্তিতে উল্লেখিত সবচেয়ে আকর্ষণীয় পদ রিজিওনাল হেড পদে আবেদনের যোগ্যতা স্নাতকোত্তর। আর্থিক প্রতিষ্ঠানে বা ক্ষুদ্রঋণ কর্মসূচিতে রিজিওনাল হেড বা রিজিওনাল ম্যানেজার হিসেবে অন্তত দুই বছরসহ থাকতে হবে মোট ১০ বছরের অভিজ্ঞতা। বয়সসীমা সর্বোচ্চ ৪৫ বছর। শাখা ব্যবস্থাপক (মাইক্রোক্রেডিট প্রগ্রাম এবং অ্যাগ্রো প্রগ্রাম) পদে আবেদনের যোগ্যতা স্নাতকোত্তরসহ ক্ষুদ্রঋণ কর্মসূচিতে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা। অ্যাগ্রো প্রোগ্রামে অগ্রাধিকার পাবেন কৃষিতে স্নাতকোত্তর ডিগ্রিধারীরা। বয়সসীমা সর্বোচ্চ ৩৭ বছর। ক্রেডিট অফিসার গ্রেড-১ এবং ২ পদে আবেদনের জন্য যথাক্রমে স্নাতক এবং এইচএসসি পাস হতে হবে। বয়সসীমা ৩৫ বছর। চুক্তিভিত্তিক হেলথ সার্ভিস অফিসার (মহিলা) পদে আবেদনের যোগ্যতা এসএসসি বা এইচএসসি।
এরিয়া সুপারভাইজার (মাইক্রোক্রেডিট/অ্যাগ্রো প্রগ্রাম) পদে আবেদনের যোগ্যতা স্নাতকোত্তর। ক্ষুদ্রঋণ কর্মসূচিতে এরিয়া ম্যানেজার বা এরিয়া সুপারভাইজার পদে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অ্যাগ্রো ডেভেলপমেন্ট অফিসার (মাঠকর্মী) পদে আবেদন করার জন্য স্নাতক বা কৃষিতে ডিপ্লোমাধারী হতে হবে। কৃষিঋণ কর্মসূচিতে কাজের অভিজ্ঞতা থাকলে পাওয়া যাবে অগ্রাধিকার। হেলথ সার্ভিস অফিসার, অ্যাগ্রো ডেভেলপমেন্ট অফিসার পদে আবেদনের বয়সসীমা সর্বোচ্চ ৩০ বছর। জুনিয়র এক্সিকিউটিভ (অ্যাগ্রো প্রোগ্রাম ট্রেইনার) পদে আবেদনের যোগ্যতা স্নাতকোত্তর। অগ্রাধিকার পাবেন সরকারি প্রতিষ্ঠান থেকে কৃষিতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রিধারীরা। থাকতে হবে কৃষিঋণ সম্পর্কিত প্রশিক্ষণ কার্যক্রমে ৩ বছরের অভিজ্ঞতা। চুক্তিভিত্তিক প্যারামেডিক মহিলা (হেলথ প্রোগ্রাম) পদে সরকার অনুমোদিত মেডিক্যাল ইনস্টিটিউট থেকে ২-৪ বছরের প্যারামেডিক্যাল কোর্স করা থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে ৬ মাসের অভিজ্ঞতা লাগবে। চুক্তিভিত্তিক নারী মেডিক্যাল অফিসার (হেলথ প্রোগ্রাম) পদে আবেদনের যোগ্যতা এমবিবিএস পাস। সংশ্লিষ্ট কাজে লাগবে ৬ মাসের অভিজ্ঞতা। জুনিয়র এক্সিকিউটিভ, এরিয়া সুপারভাইজার, প্যারামেডিক মহিলা, মহিলা মেডিক্যাল অফিসার পদে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর। আরও জানা যাবে বিজ্ঞপ্তিতে।
বাছাই প্রক্রিয়া
শক্তি ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। থাকবে কম্পিউটার টেস্ট, দেখা হবে সংশ্লিষ্ট বিষয়ে পারদর্শিতা। মোট ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া হয়। উত্তীর্ণদের দেওয়া হবে ১০ দিনের প্রশিক্ষণ। এরপর মূল্যায়নের ভিত্তিতে চূড়ান্ত নিয়োগ দেওয়া হবে।
বেতন ও সুযোগ-সুবিধা
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শক্তি ফাউন্ডেশনে রিজিওনাল হেড পদে শিক্ষানবিশকালে (১ বছর) বেতন দেওয়া হবে ৪০০০০-৪৫০০০ টাকা। সঙ্গে রিজিওনাল ভাতা দেওয়া হবে ৫০০০ টাকা। জুনিয়র এক্সিকিউটিভ (অ্যাগ্রো প্রগ্রাম ট্রেইনার) পদে শিক্ষানবিশকালে (১ বছর) ৩০০০০ টাকা ও স্থায়ীকরনের পরে ৩২৭৬২ টাকা, এরিয়া সুপারভাইজার (মাইক্রোক্রেডিট/অ্যাগ্রো প্রগ্রাম) পদে শিক্ষানবিশকাল (১ বছর) ২৮০০০ ও স্থায়ী করার পর ৩০৫৪০ টাকা, শাখা ব্যবস্থাপক (মাইক্রোক্রেডিট প্রগ্রাম এবং অ্যাগ্রো প্রগ্রাম) পদে শিক্ষানবিশকালে (১ বছর) সর্বসাকল্যে ১৮০০০ টাকা ও স্থায়ী হওয়ার পর দেওয়া হবে ২০২৮৪ টাকা। অ্যাগ্রো ডেভেলপমেন্ট অফিসার (মাঠকর্মী) ও ক্রেডিট অফিসার (মাঠকর্মী) গ্রেড-১ পদে  শিক্ষানবিশকালে সর্বসাকুল্যে ১২০০০ টাকা ও স্থায়ী হওয়ার পর ১৩০৪০ টাকা, ক্রেডিট অফিসার (মাঠকর্মী) গ্রেড-২ পদে শিক্ষানবিশকালে ১০০০০ টাকা এবং স্থায়ী হওয়ার পর ১১০৭৫ টাকা বেতন দেওয়া হবে। এসব পদে শিক্ষানবিশকাল ৬ মাস। চুক্তিভিত্তিক প্যারামেডিক মহিলা (হেলথ প্রগ্রাম) ও চুক্তিভিত্তিক মহিলা মেডিক্যাল অফিসার (হেলথ প্রোগ্রাম) পদে সার্বসাকল্যে ১০০০০ টাকা বেতন দেওয়া হবে। হেলথ সার্ভিস অফিসার (মহিলা) পদে বেতন পাওয়া যাবে সর্বসাকুল্যে ৫৫০০ টাকা। এ ছাড়া পাওয়া যাবে প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ও ইনক্রিমেন্ট, ফিল্ড ট্রিপস, মোবাইল বিল, বৈশাখী ভাতা, বছরে দুটি উৎসব ভাতাসহ নানা সুবিধা।
যেভাবে আবেদন
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লিখিত আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনপত্র পাঠানোর ঠিকানা-সিনিয়র ডিরেক্টর, এইচআর ডিপার্টমেন্ট, শক্তি ফাউন্ডেশন ফর ডিজ-অ্যাডভান্টেজড উইমেন, বাড়ি নম্বর-৪, রোড নম্বর-২৭, বনানী, ঢাকা-১২১৩। খামের ওপর লিখতে হবে পদের নাম। ক্রেডিট অফিসার ও অ্যাগ্রো ডেভেলপমেন্ট অফিসার পদে আগ্রহী এলাকার নামও লিখতে হবে। সদ্য তোলা পাসপোর্ট সাইজের ২ কপি ছবি, সব শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদ এবং জাতীয় পরিচয়পত্রের এক কপি ফটোকপি আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে।
আবেদনের সময়সীমা
এরইমধ্যে শুরু হয়ে গেছে আবেদনের সময়সীমা। জীবনবৃত্তান্তসহ লিখিত আবেদনপত্র আগামী ৭ জানুয়ারির মাধ্যে পাঠাতে হবে।
 যোগাযোগ
মানবসম্পদ বিভাগ এইচ আর ডিপার্টমেন্ট, শক্তি ফাউন্ডেশন ফর ডিস-অ্যাডভান্টেজড উইমেন, বাড়ি নম্বর-৪, রোড নম্বর-২৭, ব্লক-জে, বনানী, ঢাকা-১২১৩। ফোন করা যাবে ০২-৫৫০৩৩৯৮৭ নম্বরে।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি