ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

১২৭ জনকে নিয়োগ দেবে সরকারি পাঁচ ব্যাংক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৯, ৩ আগস্ট ২০১৮ | আপডেট: ১৮:৩২, ৩ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার বা অ্যাসিস্ট্যান্ট হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার বা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার(আইটি)পদে ১২৭ জনকে নিয়োগ দেওয়া হবে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

সোনালী ৪৫, রুপালি ৬৯, বাংলাদেশ কৃষি ব্যাংকে ১১, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ১ এবং ইনভেস্টমেন্ট করপোরেশনে ১ জন নেওয়া হবে। বেতন স্কেল ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা। প্রার্থীকে কোনো বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন সিস্টেমস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষায় ন্যূনতম দুটিতে প্রথম বিভাগ বা শ্রেণি থাকতে হবে। আবেদনের শেষ তারিখ ২০ আগস্ট।

টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি