ঢাকা, বৃহস্পতিবার   ২৪ জুলাই ২০২৫

মাইলস্টোনের ট্র্যাজেডি 

প্রত্যাহার হওয়া সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের জনপ্রশাসন মন্ত্রণালয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৮, ২৩ জুলাই ২০২৫

Ekushey Television Ltd.

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে সচিবের পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করেছে সরকার। বুধবার (২৩ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

সিদ্দিক জুবায়েরকে সিনিয়র সচিব পদমর্যাদায় চুক্তিতে নিয়োগ দিয়েছিল সরকার। তবে শিক্ষার্থীদের দাবির মুখে গতকাল মঙ্গলবার বিকেলে সিদ্দিক জোবায়েরকে সচিবের পদ থেকে প্রত্যাহার করা হয়েছে বলে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুক পোস্টে জানিয়েছিলেন।

এরপর আজ দুপুরে শিক্ষা উপদেষ্টা সি আর আবরার সাংবাদিকদের জানান, সরকারের ঊর্ধ্বতন কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের সচিবকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এদিকে, মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের সচিবকে অব্যাহতি দেওয়া হলেও বুধবার সন্ধ্যা পর্যন্ত এই বিভাগে নতুন সচিব নিয়োগ দেওয়া হয়নি।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি