ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

আজ ডিআইজি প্রিজন্স বজলুর রশীদের জামিন বাতিলের শুনানি 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৬, ২২ নভেম্বর ২০২০

অবৈধ সম্পদ অর্জনের মামলায় কারা অধিদপ্তরের সাময়িক বরখাস্ত ডিআইজি প্রিজন্স বজলুর রশীদের জামিন বাতিলের বিষয়ে শুনানির দিন আজ রোববার (২২ নভেম্বর) ধার্য রয়েছে।

ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ইকবাল হোসেনের আদালতে জামিন বাতিলের বিষয়ে শুনানি হবে।

দুদকের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর বলেন, ‘তথ্য গোপন করে বজলুর রশীদ গত ২৯ অক্টোবর জামিন নেন। আমরা ১ নভেম্বর তার জামিন বাতিলের আবেদন করেছিলাম। আদালত আজ (২২ নভেম্বর) এ বিষয়ে শুনানির দিন ধার্য করেন।’

এদিকে এদিন মামলাটি সাক্ষ্যগ্রহণের জন্য ধার্য রয়েছে।

গত ২২ অক্টোবর মামলাটিতে বজলুর রশীদের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।

এর আগে গত ২৬ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক নাসির উদ্দীন বজলুর রশীদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। চার্জশিটে বজলুর রশীদের বিরুদ্ধে ৩ কোটি ১৪ লাখ ৩৫ হাজার ৯০২ টাকার অবৈধ সম্পদের অভিযোগ আনা হয়েছে।

কারা ক্যাডারের ১৯৯৩ ব্যাচের কর্মকর্তা বজলুর রশীদ ঢাকায় কারা সদর দপ্তরে দায়িত্ব পালন করেন। ডিআইজি হিসেবে এর আগে সর্বশেষ রাজশাহীতে ছিলেন তিনি।
এসএ/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি