ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪

দায়িত্ব পালনে যেসব গুণাবলি থাকা জরুরি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৬, ২৮ ফেব্রুয়ারি ২০২৩

কর্মক্ষেত্রে বা যেকোন ক্ষেত্রে ভাল কর্মী বা সংগঠক হতে হলে বিভিন্ন গুণ আপনার থাকা প্রয়োজন। আপনার ভেতরে যদি বিভিন্ন ধরনের গুণ থেকে থাকে তাহলে আপনি অন্যদের তুলনায় আলাদা হবেন। আপনার কাজে আপনার ব্যক্তিত্ব ফুটে উঠবে। মাঝে মাঝে নিজেকে পরীক্ষা করুন- আপনি কেমন কর্মী/সংগঠক।

দায়িত্ব পালনে সব সময় মনযোগী হয়ে উঠুন। আরও যেসব গুন থাকা জরুরী-

- সঙ্ঘের প্রতিটি কাজ দলবদ্ধভাবে করুন। একটি কাজে কমপক্ষে দুজন সদস্যকে রাখুন। আর সর্বোচ্চ কতজন এক টিমে থাকতে পারবেন। যা কাজের প্রয়োজন বুঝে ঠিক করুন।

- সঙ্ঘের কোনো কাজে বা দায়িত্ব পালনে যে-কোনো সময় সাড়া দিতে মানসিকভাবে তৈরি থাকুন। কোনো কারণে দায়িত্ব পালনে অপারগ হলে সংশ্লিষ্ট দায়িত্বশীলকে আগে থেকেই জানিয়ে রাখুন।

- দায়িত্ব পালনের ব্যাপারে সময়ানুবর্তী, সুশৃঙ্খল ও আন্তরিক হোন।

- ক্যাজুয়াল/ ঘরোয়া পোশাকে নয়, মার্জিত ও পরিপাটি হয়ে সঙ্ঘের কাজে ও অনুষ্ঠানে আসুন।

- আনুষ্ঠানিক কার্যক্রমের কমপক্ষে ৩০ মিনিট পূর্বে উপস্থিত হোন। জরুরি না হলে আমন্ত্রিত/ অভ্যাগতদের বিদায়ের পরে অনুষ্ঠানস্থল ত্যাগ করুন।

- কাজ পুরোপুরি শেষ হলে সংশ্লিষ্ট দায়িত্বশীলের কাছে ভুল বা অসঙ্গতিগুলো তুলে ধরুন। তার আগে ক্ষতির পরিমাণ যথাসম্ভব কমাতে সচেষ্ট থাকুন।

- কোনো কার্যক্রম/ বৈঠকে অনিবার্য কারণে আসতে না পারলে আগেই তা সংশ্লিষ্ট দায়িত্বশীলকে নিজে জানান। পরবর্তীকালে সে কার্যক্রম বা বৈঠকের সিদ্ধান্ত নিজ দায়িত্বে জেনে নিন।

- যদি বাসস্থান পরিবর্তন করেন বা বিদেশে যান, তাহলে তা সঙ্ঘের দায়িত্বশীলকে অবহিত করুন।
এসএ/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি