ঢাকা, বুধবার   ২২ মে ২০২৪

ডায়াবেটিস রোগীদের সুগার লেভেল ঠিক রাখে যেসব খাবার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৮, ১ অক্টোবর ২০১৮

ডায়াবেটিস রোগীদের অন্যতম সাধারণ প্রশ্ন হচ্ছে-কিভাবে সুগার লেভেল ঠিক রাখব?  তাদের এ প্রশ্নের সহজ উত্তর হচ্ছে-ফাইবার সমৃদ্ধ খাবার খাওয়ার মাধ্যমে আপনি সহজেই সুগাল লেভেল ঠিক রাখতে পারেন। এ জন্য আপনাকে ফাইবার সমৃদ্ধ খাবার কি কাজ করে এবং কি কি সে সম্পর্কে আগে জেনে নিতে হবে।

বেশ কয়েকটি ফাইবার সমৃদ্ধ খাবার-

১)  ফাইবার সমৃদ্ধ ফল

*আপেল (খোসাসহ)

*কলা

*কমলা

*পেঁয়ারা

*বেরি

২) ফাইবার সমৃদ্ধ শাক-সবজি

*লেটুস পাতা

*গাজর

*বাধাঁকপি

*ব্রোকলি

*মিষ্টি আলু

* ফুলকপি

*বেগুন

 

৩) শিম, বীজ ও মশাল জাতীয় ফাইবার সমৃদ্ধ খাবার

*মরিচ

*বিভিন্ন জাতের মটরশুটি

* সমস্ত শস্য

*বাদাম

 

আসুন জেনে নেওয়া যাক ফাইবার সমৃদ্ধ খাবারের গুণাগুণ-

* ফাইবার সমৃদ্ধ খাবার রক্তের সুগার ঠিক রাখে।

* শরীরের কার্যক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে।

* শরীরের অঙ্গ-প্রতঙ্গের সঠিক সঞ্চালনে সাহায্য করে।

* শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

* রক্তচাপ স্বাভাবিক রাখে।

* রক্তের কোলেস্টরলের মাত্রা কমাতে সাহায্য করে।

 

সূত্র: এনডিটিভি

 

 

এমএইচ/


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি