ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

ওটস খেলে ওজন কমে, মাখলে ফেরে ত্বকের উজ্জ্বলতা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৯, ২৯ এপ্রিল ২০২২

শরীরে মেদ কমাতে ওটস দারুণ কাজ করে। বিশেষজ্ঞরা বলেই থাকেন, ডায়েটে ওটস রাখলে চট জলদি ওজন কমবে। তবে ওটস শুধু ওজন কমাতে কাজে লাগে না। রূপচর্চাতেও দারুণ কাজ দেয়। বিশেষ করে যাদের ত্বক তৈলাক্ত তাদের জন্য ম্যাজিকের মতো কাজ করে ওটস।

তা রূপচর্চায় কীভাবে ব্যবহার করবেন ওটস?

একটি পাত্রে দুচামচ ওটস নিন। তার মধ্যে দু ফোঁটা লেবুর রস দিন। এক চামচ মধু ও অল্প পরিমাণ বেসন দিন। ভাল করে মিশিয়ে নিন। ফেসপ্যাকের মতো করে ব্যবহার করুন এই ওটসের ফেসপ্যাক। আধঘণ্টা মতো রেখে ঠান্ডা পানিতে ধুয়ে নিন। দেখবেন ত্বক থেকে অতিরিক্ত তেল দূর হয়ে ঝকঝকে হয়ে উঠবে আপনার ত্বক। যারা ব্রণর সমস্যায় ভুগছেন, তারাও এই ফেসপ্যাক ব্যবহার করতে পারেন।

বাইরে থেকে বাড়িতে ফিরে ওটস স্ক্রাবার ব্যবহার করুন। এক চামচ ওটস গুঁড়ো নিয়ে তারমধ্যে অল্প পানি মিশিয়ে পেস্ট মতো তৈরি করুন। মুখে মেখে কিছুক্ষণ ম্যাসাজ করুন। ঠান্ডা পানিতে মুখ ধুয়ে নিন। ত্বক ঝকঝকে হয়ে উঠবে।

ওটসের গুঁড়োর সঙ্গে গোলাপ জল মিশিয়ে স্ক্রাবার তৈরি করুন। রোদ পোড়া ত্বকে উজ্জ্বলতা ফেরাতে দারুণ কাজ করবে এই স্ক্রাবার।

এসবি/ 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি