ঢাকা, শুক্রবার   ১৭ মে ২০২৪

শীতে সুস্থ থাকতে রোজ খান এক বাটি ভেজিটেবল স্যুপ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৬, ১১ ডিসেম্বর ২০২২ | আপডেট: ১১:৩৫, ১১ ডিসেম্বর ২০২২

শীতের দিনে গরমাগরম স্যুপ খেতে কিন্তু দারুণ লাগে। তাছাড়া, ঠান্ডা আবহাওয়ায় হরেক রকম শারীরিক সমস্যা হয়, তার মধ্যে প্রধান হল - সর্দি, কাশি, গলা ব্যথার সমস্যা। ঠাণ্ডা লাগায় খুব ভাল কাজে দেয় গরম স্যুপ। গলাতেও বেশ আরাম লাগে। ওজন কমাতে এবং শরীর সুস্থ রাখতেও স্যুপের জুড়ি মেলা ভার, একথা আমরা সকলেই জানি। স্যুপ খেলে হজম যেমন ভালো হয়, তেমনই শরীরের প্রয়োজনীয় পানির চাহিদাও মেটে। পেটও ভরে যায় খুব ভালো ভাবে। তাই, বিশ্বজুড়ে স্যুপকে স্বাস্থ্যকর খাবার হিসেবে গণ্য করা হয়। আজ আপনাদের জন্য রইল ভেজিটেবল স্যুপের রেসিপি। এটি খেতেও যেমন সুস্বাদু, তৈরি করতেও বেশি সময় লাগে না। দেখে নিন রেসিপি।

উপকরণ:

২-৩টা গাজর টুকরো করে কাটা

কয়েকটা বিনস টুকরো করে কাটা

হাফ কাপ মটরশুঁটি

মাশরুম পরিমাণমতো

১ কাপ ব্রকোলি

কয়েক কোয়া রসুন কুচি

২টো পেঁয়াজ কুচি

গোলমরিচ গুঁড়ো

মাখন

সাদা তেল পরিমাণমতো

ভেজিটেবল স্যুপ তৈরির পদ্ধতি

১) কড়াই গরম করে মাখন দিয়ে দিন। মাখন গলে গেলে দিয়ে দিন পরিমাণমতো সয়াবিন তেল।

২) এর পর পেঁয়াজ কুচি, রসুন কুচি একটু নেড়ে নিন।

৩) এবার গাজর, বিনস, মাশরুম, মটরশুঁটি, ব্রকোলি দিয়ে ভাল করে নাড়াচাড়া করে নিন।

৪) সবজিগুলো ভাজা হয়ে গেলে ২ কাপ পানি দিয়ে দিন।

৫) স্যুপ ঘন হয়ে এলে লবণ আর গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিন। ব্যস তাহলেই তৈরি হয়ে যাবে ভেজিটেবল স্যুপ।

৬) স্যুপ যদি আরও ঘন করতে চান তাহলে কর্নফ্লাওয়ার পানিতে গুলে স্যুপের সঙ্গে মিশিয়ে দিতে পারেন।

এসবি/ 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি