ঢাকা, মঙ্গলবার   ২৬ আগস্ট ২০২৫

চুল পড়া রোধ করবে গাছ!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৬, ১৬ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

মাথায় টাক পড়ার সমস্যা বেড়েই চলেছে। এখন অল্প বয়সীদের মধ্যেও চুল উঠে টাক পড়ার সমস্যা খুবই সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। গবেষণায় জানা গেছে, পরিবেশ দূষণের কারণেই চুল পড়ে টাক হয়ে যাচ্ছে। এ জন্য বেশি করে গাছ লাগানো জরুরি।

দক্ষিণ কোরিয়ার একটি কসমেটিকস কোম্পানির করা গবেষণায় দেখা গিয়েছে, যা বাতাসে লুকিয়ে থাকা দূষণ-কণাই মাথার হেয়ার ফলিক্য়াল নষ্ট করে দিচ্ছে। পরিবেশ দূষণের কারণেই চুল উঠে গিয়ে মাথা ফাঁকা হয়ে যাচ্ছে বলে জানাচ্ছেন গবেষকরা। মাথার চুল বাতাসের দূষণ-কণার সংস্পর্শে এলে চুলের প্রোটিন নষ্ট হয়ে যাচ্ছে। এই প্রোটিনের কারণেই চুল সুস্থ থাকে।

গবেষণায় দেখা গিয়েছে যারা যত বেশি বাইরে ঘোরাঘুরি করেন, তাদের মাথার চুল তত বেশি পড়ে যাচ্ছে। তবে দূষণ কণার কারণে চুল ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা মহিলাদের তুলনায় পুরুষদের মধ্যে বেশি দেখা যাচ্ছে। তাই বাইরে বেরোলে মাথা ঢাকা দিয়ে বেরনোর পরামর্শ দিচ্ছেন গবেষকরা।

এসি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি