ঢাকা, বৃহস্পতিবার   ১৪ আগস্ট ২০২৫

জাকের পার্টির কাউন্সিল আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:০২, ২৬ জুলাই ২০১৮ | আপডেট: ০৮:৪৮, ২৬ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

জাকের পার্টির তৃতীয় জাতীয় কাউন্সিল আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে কাউন্সিলের উদ্বোধনী অধিবেশন শুরু হবে। এ ছাড়া ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল ৩টায়। এতে শুধু কাউন্সিলররা অংশ নিতে পারবেন।
জাতীয় কাউন্সিলে অংশ নিতে গতকাল বুধবার সন্ধ্যা থেকেই দেশের বিভিন্ন স্থানের নেতাকর্মীরা ঢাকায় আসতে শুরু করে। আজ বৃহস্পতিবার খুব সকাল থেকে নেতাকর্মীদের কাউন্সিল ময়দানে উপস্থিত হতে দেখা গেছে।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি