ঢাকা, শুক্রবার   ২২ আগস্ট ২০২৫

এরশাদ না থাকলে পার্টির চেয়ারম্যান কাদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০৬, ১ জানুয়ারি ২০১৯ | আপডেট: ২১:১৪, ১ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ না থাকলে তার অবর্তমানে চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন দলটির কো-চেয়ারম্যান জিএম কাদের।        

মঙ্গলবার (১ জানুয়ারি) দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এইচ এম এরশাদ স্বাক্ষরিত নির্দেশনায় জি এম কাদেরকে এ দায়িত্ব দেয়া হয়।

নির্দেশনায় এরশাদ বলেন,‘আমি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে পার্টির সর্বস্তরের নেতাকর্মী-সমর্থকদের জ্ঞাতার্থে জানিয়ে রাখছি যে, আমার অবর্তমানে পার্টির বর্তমান কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের) জাতীয় পার্টির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। আশা করি, পার্টির জাতীয় কাউন্সিল আমার মতো তাকেও চেয়ারম্যান নির্বাচিত করে সার্বিক দায়িত্ব অর্পণ করবে। পার্টির চেয়ারম্যান হিসেবে আমি যতদিন দায়িত্ব পালন করবো জি এম কাদের আমাকে সহযোগিতা করবেন।  

                                   

জাতীয় পার্টির গঠনতন্ত্রের ২০/১/ক ধারা মোতাবেক এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। যা অবিলম্বে কার্যকর হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।   

এসি   
    


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি