ঢাকা, শুক্রবার   ২২ আগস্ট ২০২৫

সময় চাইলেন সৈয়দ আশরাফ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৭, ৩ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য এবং দলটির সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ আশরাফুল ইসলাম সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার জন্য সময় চেয়েছেন। এ সংক্রান্ত একটি চিঠি বুধবার স্পিকারের দফতরে পৌঁছায়। বিষয়টি নিশ্চিত করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
তিনি বলেন, ‘সৈয়দ আশরাফুল ইসলাম একটি চিঠি দিয়ে শপথ নেওয়ার জন্য সময় চেয়েছেন। উনি দেশে ফিরে আসার পর শপথ নিতে চান। এমনিতেই ৯০ দিন সময় উনি পাবেন।’

প্রসঙ্গত, কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জ-১ আসন। যেখানে নৌকা প্রতীকে জয়ী হন সৈয়দ আশরাফ।
ফুসফুসের ক্যানসারে আক্রান্ত ৬৮ বছর বয়সী সৈয়দ আশরাফ এখন থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন। অসুস্থতার কারণে গত ১৮ সেপ্টেম্বর সংসদ থেকে ছুটি নেন তিনি।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি