ঢাকা, শুক্রবার   ২২ আগস্ট ২০২৫

আমরা শপথ নিচ্ছি না : ফখরুল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১২, ৩ জানুয়ারি ২০১৯ | আপডেট: ১৫:১৪, ৩ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘একাদশ সংসদ নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করা হয়েছে। সুতারাং শপথ নেওয়ার প্রশ্নই ওঠে না।’
আজ বৃহস্পতিবার দুপুরে নির্বাচনে অংশ নেওয়া বিএনপির প্রার্থীদের নিয়ে জরুরি বৈঠক শেষে ফখরুল এসব কথা বলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘শপথ তো পার হয়ে গেছে। নির্বাচন প্রত্যাখ্যান করলে শপথ আর থাকে নাকি? আমরা শপথ নিচ্ছি না।’
বিএনপি মহাসচিব বলেন, ‘এই নির্বাচনে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে। আমরা এই নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছি। নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে পুনরায় নির্বাচনের দাবিতে প্রধান নির্বাচন কমিশনার বরাবর আজকে আমরা স্মারকলিপি দেবো।’
এছাড়া জাতীয় ঐক্যফ্রন্টের সব প্রার্থী আলাদাভাবে নির্বাচনের অনিয়ম ও কারচুপির বিষয়ে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করবেন বলে জানান তিনি।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি