ঢাকা, শুক্রবার   ২২ আগস্ট ২০২৫

এবারের সংসদে সর্বকনিষ্ঠ এমপি জন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৮, ৩ জানুয়ারি ২০১৯

ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন

ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন

Ekushey Television Ltd.

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক আবদুল জলিল পুত্র ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।          

জন মাত্র ৩৪ বছর বয়সে সংসদ সদস্য নির্বাচিত হয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। ধারণা করা হচ্ছে একাদশ জাতীয় সংসদে তিনিই সর্বকনিষ্ঠ সদস্য।  

ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন নওগাঁ সদর আসন থেকে ৭৩ হাজার ২০৩ ভো‌টের ব্যবধানে বিএন‌পি প্রার্থীকে পরা‌জিত ক‌রে নির্বা‌চিত হ‌য়ে‌ছেন।  

নওগাঁ-৫ (সদর) আসন থে‌কে নৌকা মার্কায় নির্বাচন করে এক লক্ষ ৫৬ হাজার ৯শত ৬৫ ভোট পেয়েছেন তিনি। তার নিকটতম প্রার্থী ছিলেন বিএনপির জাহিদুল ইসলাম ধলু। তিনি পান ৮৩ হাজার সাতশ ৫৯ ভোট।   

পেশায় একজন ব্যারিস্টার এবং লিগ্যাল অ্যাডভাইজার হিসেবে কর্মরত নিজাম উদ্দিন জলিল জন বাবার স্বপ্ন পূরণে কাজ করতে চান।  

আআ/এসি      

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি