ঢাকা, শুক্রবার   ২২ আগস্ট ২০২৫

জনগণকে ধন্যবাদ জানিয়েছেন সালমান এফ রহমান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৫, ৪ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

ভোট দিয়ে নির্বাচনে জয়ী করায় ঢাকা-১ আসনের জনগণকে ধন্যবাদ জানিয়েছেন নব নির্বাচিত সংসদ সদস্য সালমান এফ রহমান। আজ নির্বাচনি এলাকা সফর করে তিনি এলাকাবাসীকে উন্নয়নের পক্ষে ভোট দেয়ায় কৃতজ্ঞতা জানান।

সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পরদিন দুপুরে নিজ নির্বাচনি এলাকায় যান ঢাকা-১ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য সালমান এফ রহমান। সরেজমিন ঘুরে দেখেন নবাবগঞ্জের বেনুখালি, চুরাইন ও মুন্সিনগর এলাকা। এলাকার সমস্যা ও এর সমাধানের উপায় নিয়ে কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে।

দলীয় নেতাকর্মীদের সঙ্গে এলাকাবাসী বরণ করে নেন নব নির্বাচিত সংসদ সদস্যকে। এলাকাবাসীর প্রত্যাশা নির্বাচনি প্রতিশ্রুতির বাস্তবায়ন করবেন সালমান এফ রহমান।

এলাকাবাসীর প্রত্যাশা পূরণকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে সালমান এফ রহমান বলেন, মানুষের জীবন মান উন্নয়নে কাজ করবেন তিনি। এসময় তিনি দোহার-নবাবগঞ্জে অর্থনৈতিক জোন গড়ে তোলার আশ্বাস দেন।

৩০ ডিসেম্বর নৌকা প্রতীকে নির্বাচন করে ৩ লাখেরও বেশি ভোট পেয়ে জয়ী হন সালমান বিশিষ্ট ব্যবসায়ী এফ রহমান।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি