ঢাকা, শুক্রবার   ২২ আগস্ট ২০২৫

নির্ভয়ে কাজ করুন: সাংবাদিকদের উদ্দেশ্যে তথ্যমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১৯, ৪ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সাংবাদিকদের উদ্দেশে বলেছেন, আপনারা নির্ভয়ে কাজ করুন। কোনো হুমকি এলেই তথ্য মন্ত্রণালয়কে অবহিত করুন। শেখ হাসিনার সরকার গণমাধ্যম বান্ধব সরকার।

আজ শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে শহীদ কর্নেল তাহের মিলনায়তনে গণমাধ্যম কর্মী ও দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তথ্যমন্ত্রী। সাংবাদিকদের হুমকি দেওয়া সংক্রান্ত প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

নির্বাচন পরিচালনায় নেতৃত্বের সীমাহীন ব্যর্থতা ঢাকতে বিএনপি মনগড়া অভিযোগের ফিরিস্তি এবং পুনর্নির্বাচনের দাবি তুলে নতুন ষড়যন্ত্রের বীজ বপনের অপচেষ্টা করছে বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

তথ্যমন্ত্রী বলেন, নির্বাচনে বিএনপির নেতারা সম্পূর্ণ ব্যর্থ ও জনবিচ্ছিন্ন ছিলেন। তারা অস্বাভাবিক পরিস্থিতি তৈরির উছিলা খুঁজে গায়েবি শক্তির হস্তক্ষেপের অপেক্ষায় থেকে নির্বাচনের দিকে মন না দিয়ে ষড়যন্ত্রের পথে পা বাড়িয়েছিলেন। এখন পিঠ বাঁচানোর জন্য মনগড়া অভিযোগের আশ্রয় নিয়েছেন।

ঢাকা মহানগর জাসদের সমন্বয়ক মীর হোসাইন আখতারের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় জাসদের সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত সংসদ সদস্য শিরীন আখতার, জাসদ স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন, নুরুল আখতার, নাদের চৌধুরী, সহ-সভাপতি আফরোজা হক রীনাসহ দলের কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি