ঢাকা, বৃহস্পতিবার   ২১ আগস্ট ২০২৫

ঐক্যফ্রন্টের নির্বাচিত কেউ শপথ নেবে না

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৭, ৬ জানুয়ারি ২০১৯ | আপডেট: ১৫:৩৫, ৬ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

জাতীয় ঐক্যফ্রন্টের কোনো জনপ্রতিনিধি শপথ নেবে না বলে জানিয়ে দিয়েছেন ফ্রন্টের অন্যতম শীর্ষ নেতা আ স ম আবদুর রব। রোববার রাজধানীতে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন

আ স ম আবদুর রব বলেন, ভোট ডাকাতি, কেন্দ্র দখল আর নীলনকশার নির্বাচন আমরা বয়কট করেছি। এই নির্বাচনে জনগণের মতামতের প্রকাশ পায়নি। তাই ঐক্যফ্রন্টের বিজয়ীদের শপথ নেওয়ার প্রশ্নই উঠে না।

গণফোরাম সাধারণ সম্পাদক বলেন, গতকাল কিছু মিডিয়া ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের বক্তব্য ভুলভাবে উপস্থাপন করেছে। আমরা পরিষ্কারভাবে বলছি, ঐক্যফ্রন্টের কারও শপথ নেওয়ার প্রশ্নই আসে না।

এর আগে বিএনপি মহাসচিব ও ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়ে দিয়েছিলেন যে, তাদের এমপিরা কোনোভাবেই শপথ নেবেন না।

রোববারের জরুরি বৈঠকে উপস্থিত ছিলেন ড. কামাল হোসেন, বিএনপি মহাসচিব ও ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না প্রমুখ। 

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি