ঢাকা, বৃহস্পতিবার   ২১ আগস্ট ২০২৫

বিকেলে ড. কামালের সংবাদ সম্মেলন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৭, ১২ জানুয়ারি ২০১৯ | আপডেট: ১৩:৪৫, ১২ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

গণফোরামের কেন্দ্রীয় কমিটির বৈঠক ডেকেছেন দলটির সভাপতি ড. কামাল হোসেন। শনিবার সকাল ১০টায় রাজধানীর মতিঝিলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠক শেষে বিকাল ৪ টায় সংবাদ সম্মেলনে করবেন ড. কামাল।

গণফোরামের মিডিয়া কো-অর্ডিনেটর লতিফুল বারী হামিম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

লতিফুল বারী হামিম বলেছেন, গত ৫ জানুয়ারি গণফোরামের বর্ধিতসভা অনুষ্ঠিত হয়েছিল। সেখানে জেলার নেতারা বিভিন্ন ধরনের মতামত দিয়েছিলেন। শনিবারের বৈঠকে জেলার নেতাদের দেওয়া মতামতগুলো নিয়ে কেন্দ্রীয় কমিটির নেতারা আলোচনা করে ভবিষ্যত করণীয় নির্ধারণ করবেন।

এদিকে দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে মূলত একাদশ জাতীয় সংসদ নির্বাচন, নির্বাচনে গণফোরামের বিজয়ী দুই প্রার্থীর শপথ গ্রহণ ও সাংগঠনিক বিষয়ে আলোচনা হতে পারে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি