ঢাকা, বৃহস্পতিবার   ২১ আগস্ট ২০২৫

‘বিরোধীদলের অভিযোগের কোনো বাস্তবতা নেই’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩০, ১২ জানুয়ারি ২০১৯ | আপডেট: ১৭:৩১, ১২ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। জনগণের কোনো প্রশ্ন নেই, তারা খুব খুশি। বিরোধীদল, তারা তাদের ভাষায় কথা বলবে সেটি ভিন্ন কথা। কিন্তু তাদের অভিযোগের কোনো বাস্তবতা নেই, তাদের অভিযোগের কোনো যৌক্তিকতা নেই। দেশে বিদেশের তাদের অভিযোগের কোনো স্বীকৃতিও নেই।’

আজ শনিবার সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে যানবাহন পরিদর্শনের সময় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘তারা হেরে যাওয়ার বেদনা থেকে নির্বাচন নিয়ে অভিযোগ করছেন।’

তিনি আরও বলেন, ‘নির্বাচন নিয়ে দেশে-বিদেশে কোনো বির্তক নেই। প্রশ্ন করার মতো কোনো বিষয় আন্তর্জাতিক বিশ্ব থেকে আমরা পাইনি।’
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘রাস্তা পারাপারের নিয়ম কেউ মানতে চায় না। যাত্রীরা চালকের মতোই বেপরোয়াভাবে রাস্তা পারাপার হয়।’
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি