ঢাকা, বৃহস্পতিবার   ১৪ আগস্ট ২০২৫

রাজধানীর চকবাজারে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন

প্রকাশিত : ২৩:৪৪, ২০ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ১২:১১, ২১ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

রাজধানীর চকবাজারের চুড়িহাট্টায় একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।

বুধবার রাত পৌনে ১১টার দিকে আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা মাহফুজ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মাহফুজ আহমেদ বলেন, ভবনটির নিচে গোডাউন রয়েছে। কিন্তু সেটি প্লাস্টিক না কি কেমিক্যাল কারখানা তা এখনো নিশ্চিত হওয়া যাচ্ছে না।

তবে কিছুক্ষণ আগে একটি বিস্ফোরণ হয়ে আগুন পাশের আরেকটি ভবনে ছড়িয়েছে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি