ঢাকা, বৃহস্পতিবার   ১৪ আগস্ট ২০২৫

‘আমরা বিচারক নই, বিচার করার ক্ষমতা আমাদের নেই’

প্রকাশিত : ১৪:৩৩, ২২ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ১৮:৫১, ২২ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন বলেন, ‘আমরা বিচারক নই। কোনো বিচার করার ক্ষমতা বা কর্তব্যও আমাদের নেই। গণশুনানি হচ্ছে- প্রার্থীরা জনগণের উদ্দেশে বক্তব্য রাখবেন।’

তিনি আজ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ নিয়ে গণশুনানিতে অংশ নিয়ে এসব কথা বলেন।

ড. কামাল বলেন, ‘বিচার যেটি হচ্ছে- সেটি ট্রাইব্যুনালে হবে। আর গণআদালত যেটি বলা হয়- সেটির বিচার জনগণ করবে। আমরা এসেছি অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য। যে বক্তব্য আসবে, সেগুলো পরে প্রকাশ করা হবে। বই আকারেও প্রকাশ করা হবে। সবার বক্তব্য রেকর্ড করা হবে।’

কামাল হোসেন বলেন, ‘ভোটাধিকার রক্ষা করার জন্য আমরা স্বাধীনতাযুদ্ধ করেছিলাম। সংবিধানের সপ্তম অনুচ্ছেদে লেখা আছে- জনগণ ক্ষমতার মালিক। এবার যে নির্বাচন হয়েছে, সেটি নিয়ে প্রার্থীদের অনেকে ট্রাইব্যুনালে মামলা আকারে ফাইল করেছেন।’

তিনি জানান, ‘দলের নেতাদের ধারণা হলো- নির্বাচনে আসলে কী ঘটেছে, সেটি জনগণকে জানানো দরকার। কেননা তারা ক্ষমতার মালিক হিসেবে ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচিত করতে চেয়েছিলেন।’
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি