ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

খালেদা জিয়ার জামিন নিয়ে নজরুলের আশা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৩, ২০ ফেব্রুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

দুর্নীতির মামলায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উচ্চ আদালতে জামিন নিয়ে আশা প্রকাশ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে সাংবাদিকদের এ আশার কথা জানান তিনি।

নজরুল ইসলাম খান বলেন, উচ্চ আদালতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জামিনের আবেদন করা হয়েছে। স্বাধীনভাবে বিচার বিভাগ চলতে পারলে তার জামিন হবে ইনশাল্লাহ।

তবে এই প্রক্রিয়ায় জামিন না হলে ‘গণতান্ত্রিক প্রক্রিয়ায়’ তাকে মুক্ত করা হবে বলে জানান বিএনপির এই নেতা।

তিনি বলেন, দেশনেত্রীকে কারাগারে আটক রেখে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া একটা অমানবিক অপরাধ। সেই অপরাধ শুধু সরকারের হবে না, বাংলাদেশকে সেই অপরাধের দায় নিতে হবে।

জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে খালেদা জিয়ার মুক্তি দাবিতে পূর্বঘোষিত মানববন্ধন কর্মসূচি না করতে পেরে প্রেস ক্লাব প্রাঙ্গণে দাঁড়িয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি নেতা নজরুল।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি