ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

‘বিএনপির মিথ্যাচারের জবাব কাজের মাধ্যমে দেওয়া হবে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৪, ৫ জুলাই ২০২২

ফাইল ছবি

ফাইল ছবি

Ekushey Television Ltd.

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির অন্ধ সমালোচনা, বিষোদগার এবং মিথ্যাচারের জবাব কাজের মাধ্যমে দেওয়া হবে। দলটি আন্দোলনে ব্যর্থ বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বন্যাকবলিত অসহায় ও দু:স্থ মানুষের মাঝে পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষ্যে চেক বিতরণ অনুষ্ঠানে একথা বলেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটি আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, আওয়ামী লীগ প্রতিটি দুর্যোগে জনগণের পাশে ছিল, কিন্তু বিএনপি নেই। তারা ত্রাণের নামে ফটোসেশান করে বেড়ায়। 

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, বিএনপির ত্রাণ কার্যক্রম এক ধরনের ত্রাণবিলাস। 

বিএনপির আন্দোলনের হুমকি সম্পর্কে তিনি বলেন, “বিএনপির আন্দোলন আষাঢ়ের তর্জন গর্জনের মতো।”

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি