ঢাকা, রবিবার   ০৫ মে ২০২৪

ডিসেম্বরেই চালু হবে মেট্রোরেল: কাদের (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪১, ১২ জুলাই ২০২২ | আপডেট: ২০:৪২, ১২ জুলাই ২০২২

এ বছরই মেট্রোরেলে চড়বে মানুষ। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, ডিসেম্বরের মধ্যেই শেষ হচ্ছে মেট্রোরেলের প্রথম ভাগের কাজ। 

আর এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও কর্নফুলী টানেল সময়মতোই দেখা যাবে। এবারের ঈদ যাত্রায় যানজটের জন্য অব্যাবস্থাপনাকে দায়ী করেন মন্ত্রী। 

ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এবারের ঈদ যাত্রায় যানজটের ভোগান্তির জন্য অব্যবস্থাপনাকে দায়ী করেন মন্ত্রী।

তিনি বলেন, “সড়কের জন্য কোথাও কোনো যানজট হয়নি। যানজট যেখানে হয়েছে ব্যবস্থাপনা ত্রুটি বা সমন্বয়ের অভাবে হয়েছে। আমাদের এখন রাস্তাঘাটে যেভাবে চাপ বেড়েছে…জেলা প্রশাসন আছে, জেলা পুলিশ আছে…যাবে ভবিষ্যতে ম্যানেজমেন্ট সংকট নিয়ন্ত্রণ করতে পারি, কমাতে পারি, সেটা দেখতে হবে।”

মন্ত্রী জানান, এ বছরই চালু হচ্ছে স্বপ্নের মেট্রোরেল। সেইসাথে অন্য মেগা প্রকল্পগুলোও এগোচ্ছে বলে জানান তিনি।

কাদের বলেন, “ডিসেম্বরের মধ্যে মেট্রোরেল আসবে, কর্ণফুলী টানেলের টার্গেট ঠিক রেখেই সবাই কাজ করে যাচ্ছে। কালনা সেতু আমরা আশা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন।”

সমালোচনাকারীদের কথায় কান না দেওয়ারও অনুরোধ জানান ওবায়দুল কাদের।

“তারা যে বড় বড় কথা বলে, তারা একটা কাজ দেখাক,” বলেন তিনি। 

এএইচএস/ 
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি