ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘সংসদ থেকে পদত্যাগ ভুল সিদ্ধান্ত, ভুগতে হবে বিএনপিকে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪৯, ১০ ডিসেম্বর ২০২২ | আপডেট: ২১:৩৭, ১০ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

বিএনপি দলীয় ৭ সংসদ সদস্য পদত্যাগ করলে সংসদ অচল হবে না, বরং এই ভুল সিদ্ধান্তের জন্য এ দলকে ভুগতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার বিকেলে সাভারে ঢাকা জেলা আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন। এসময় ওবায়দুল কাদের আরো বলেন, বিএনপি ভুল রাজনীতির পথে হাঁটছে। তারা অগণতান্ত্রিক পথে গণতন্ত্র উদ্ধারের নামে বিশৃংখলা সৃষ্টির চেষ্টা করছে।  

ওবায়দুল কাদের বলেন, 'বিএনপি আন্দোলনের নামে পিকনিক পার্টি শুরু করেছে। বিভিন্ন জেলার সমাবেশেও তারা এই কাজ করেছে। কোথা থেকে আসে টাকা? কোন ব্যবসায়ী, কোন শিল্পপতি কতো টাকা দিয়েছে, সে খবর আমরা জানি। টাকা দিয়ে পিকনিক করাচ্ছে বিএনপিকে দিয়ে।'

এদিকে, বিএনপির সংসদ সদস্যরা লজ্জায় পদত্যাগ করেছেন বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক।

তিনি বলেন, '১০ ডিসেম্বরের ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যাওয়ার লজ্জায় পদত্যাগ করেছেন বিএনপির এমপিরা।'

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি