ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিএনপির সংসদ সদস্যরা রোববার পদত্যাগপত্র জমা দেবেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২৬, ১০ ডিসেম্বর ২০২২ | আপডেট: ২১:৪০, ১০ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

বিএনপির সংসদ সদস্যরা রোববার (১১ ডিসেম্বর) স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেবেন। এদিন বেলা ১১টায় জাতীয় সংসদে স্পিকারের দপ্তরে তারা পদত্যাগপত্র জমা দেবেন। 

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং থেকে পাওয়া তথ্য অনুযায়ী, আগামীকাল বেলা ১১টায় জাতীয় সংসদ দক্ষিণ প্লাজা গেটে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেবেন দলের সংসদ সদস্যরা।

শনিবার (১০ ডিসেম্বর) বিএনপির বিভাগীয় সমাবেশে একাদশ জাতীয় সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বিএনপির সাত সংসদ সদস্য (এমপি)। এরইমধ্যে ই-মেইলে জাতীয় সংসদের স্পিকারকে পদত্যাগপত্র পাঠানো হয়েছে বলে সমাবেশে দেওয়া বক্তব্যে জানিয়েছেন কয়েকজন এমপি।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি