ঢাকা, বৃহস্পতিবার   ০৭ নভেম্বর ২০২৪

সাংবাদিক হাবিবুর রহমান মিলনের মৃত্যুবার্ষিকী আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৮, ১৪ জুন ২০২১

একুশে পদকপ্রাপ্ত ও দৈনিক ইত্তেফাকের উপদেষ্টা সম্পাদক হাবিবুর রহমান মিলনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। বহু প্রতিভাসম্পন্ন এই সাংবাদিক বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি)’র চেয়ারম্যান ও ঐক্যবদ্ধ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)’র সভাপতি ছিলেন। ৯০’র স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় তাকে জেলেও যেতে হয়।

সাংবাদিক হাবিবুর রহমান মিলন ১৯৬৩ সালে দৈনিক সংবাদের মাধ্যমে সাংবাদিকতা জীবন শুরু করেন। ১৯৬৪ সালে দৈনিক পয়গাম ও দৈনিক আজাদে কাজ করার পর ১৯৬৫ সালে মুসাফিরখ্যাত তোফাজ্জল হোসেন মানিক মিয়ার আহবানে দৈনিক ইত্তেফাকে যোগদান করেন, মৃত্যর আগ পযর্ন্ত তিনি দৈনিক ইত্তেফাকের উপদেষ্টা সম্পাদকের দায়িত্ব পালন করেন। সাংবাদিকতাই ছিলো তার একমাত্র পেশা।

১৯৩৫ সালে জন্মগ্রহণকারী এই কৃতি সাংবাদিক দৈনিক ইত্তেফাকে ঘরে-বাইরে শিরোনামে কলাম লিখতেন সন্ধানী ছদ্মনামে।

সাংবাদিকতায় অসামান্য অবদানের জন্য সরকার ২০১২ সালে তাকে একুশে পদকে ভূষিত করেন। তিনি ২০১৫ সালের আজকের দিনে পরলোকগমন করেন।
এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি